বলেন, গত এক দশকে বৈশ্বিক দারিদ্রতা প্রায় ৭০ শতাংশ কমেছে। তবে করোনার কারণে প্রায় সব দেশেই হতদরিদ্র মানুষের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলোতে বিনিয়োগ বাড়াতে হবে। ধনী দেশগুলোর প্রচেষ্টায় ২০২১ সালের মধ্যে বিশ্ব অর্থনীতি আবারো গতিশীল হবে বলে দাবি করেন, চীনা প্রেসিডেন্ট। তার প্রস্তাবে সম্মতি জানিয়েছে, এবারের জি-20 সম্মেলনের আয়োজক রাষ্ট্র সৌদি আরব।
করোনা মোকাবেলায় বিশ্বনেতাদের একজোট হয়ে কাজের আহ্বান জানান, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো।