খাবারটি মুখরোচক। ছোট-বড় সকলের কাছে জনপ্রিয় চকলেট। রাজধানীর বেগমবাজারে দেশিয় চকলেটের দোকানগুলোয় বিক্রেতাদের ভীড়টাই বেশি। দোকান খুলে পসরা সাজিয়ে বসে আছেন বিক্রেতারা। কিন্তু ক্রেতার দেখা মেলা ভার।
মহামারির কারণে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। বন্ধ সকল ধরণের গ্রাম্য মেলা, উৎসব, পার্বন। তাই চকলেটের বাজার মন্দা। টানা তিনমাস দোকান বন্ধ থাকলেও এখন নেই সেই চিরচেনা ক্রেতা-বিক্রেতার হাঁকডাক। আসছেনা পাইকাররাও। ব্যবসা না থাকায় দোকান বিক্রি করে চলে গিয়েছেন অনেক ব্যবসায়ী।
খাত সংশ্লিষ্টরাও চিন্তিত পরিস্থিতি নিয়ে। মাঝারি এ ব্যবসার পরিধি এরই মধ্যে ছোট হতে শুরু করেছে। সরকারি প্রণোদনার ঘোষণাও কাজে আসছেনা। তাই নীতিগত সহায়তা ও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হওয়ার দিকে তাকিয়ে ব্যবসায়ীরা।
উদ্ভুত পরিস্থিতি কাটিয়ে আবারো নতুন করে সবকিছু স্বাভাবিক হওয়ার প্রত্যাশা দিনগুনছেন এই ব্যবসায়ীরা।