রাজধানীর বঙ্গবাজার, সুলভ মূল্যে এখানে পাওয়া যায় নানা মৌসুমের প্রয়োজনীয় কাপড়। তাইতো, সারা বছর এ বাজার মুখর থাকে দেশের বিভিন্ন প্রান্তের পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের পদচারণায়।
করোনা ও লকডাউনের কারণে বছরের শুরুতেই বদলে যায়, বঙ্গবাজারের চিত্র। ভীতি কাটিয়ে জীবনযাত্রা অনেকটা স্বাভাবিক হলেও ক্রেতা উপস্থিতি নেই আগের মতো। তাইতো ব্যবসা চাঙ্গা করতে নতুন কাপড় তুললেও বিক্রি প্রায় তলানিতে।
শীত মৌসুম শুরুর আগ মুহূর্তেও বিক্রি নেই শীতকালীন পোশাকের। লকডাউনের কারণে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল সীমিত থাকায় বঙ্গবাজারে শীতের পোশাক কিনতে আসছেন না, বিদেশগামীরাও। সব মিলিয়ে অনেকটা অলস সময় পার করছেন ব্যবসায়ীরা।
ফ্লাইট চালু ও শীত জেঁকে বসলে ব্যবসা আবারো চাঙ্গা হওয়ার প্রত্যাশা খাত সংশ্লিষ্টদের।