সরকার নির্ধারিত দামের ধারে কাছেও নেই আলুর দর। হিমাগার, আড়ৎ, পাইকারি কিংবা খুচরা সব জায়গায় বেশি দামে বিক্রি হচ্ছে নিত্যপণ্যটি।
পাইকারি ও খুচরা বিক্রেতাদের দাবি, নির্ধারিত দামের চেয়ে বেশি দামে কিনতে হচ্ছে আলু। ফলে বিক্রিও করতে হচ্ছে বেশি দামে।
একই দাবি আড়তদার ও বেপারিদেরও। তারা বলছেন, হিমাগার থেকে কেজিপ্রতি ৫-৭ টাকা বেশিতে আলু কিনতে হচ্ছে তাদের। আলুর দাম নিয়ন্ত্রণে হিমাগার কেন্দ্রিক নজরদারি বাড়ানোর পরামর্শ ব্যবসায়ীদের।