সংগঠনটি জানায়, করোনায় ঘরবন্দি মানুষদের দোরগোড়ায় তাদের প্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে কাজ করেছে ১৭০টি ই-কমার্স প্রতিষ্ঠান।
এপ্রিল মাসের প্রতি সপ্তাহে অন্তত ১ হাজার পরিবারের কাছে শুধু খাবার সরবরাহ করেছে প্রতিষ্ঠানগুলো। রোজার মাসে অনলাইন প্রতিষ্ঠানগুলো থেকে দৈনিক গড় ডেলিভারি ছিলো ৫০ হাজার।
একইসঙ্গে ঢাকা সিটি করপোরেশন এলাকায় ২৭ হাজার কোরবানি পশু সরবরাহ করা হয়েছে এ মাধ্যমে। এছাড়া গ্রীষ্মকালীন ফল বাজারজাতেও গুরুত্বপূর্ণ অবদান রাখে ই-কমার্স।