মৌসুম আসছে। পেঁয়াজের রাজধানীখ্যাত ফরিদপুরের উৎপাদক আর বাজারজাতকারীরা তাই ব্যস্ত বীজ মোড়কজাতে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে, আগামী নভেম্বরে বীজতলা তৈরি করবেন চাষীরা। এর ২০ দিন পর লাগাবেন চারা। যা ভোক্তার দোরগোড়ায় পৌঁছাবে মার্চে শেষ নাগাদ।
তবে পেঁয়াজের ঝাঁজ লেগেছে বীজের দামেও। প্রতিকেজি বিক্রি হচ্ছে কমপক্ষে ৫ হাজার টাকায় যা গেল বছরের তুলনায় হাজার টাকা বেশি-অভিযোগ ক্রেতাদের।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, আগামী বছরের মধ্যে পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে চায় দেশ। তাই বাড়ানো হয়েছে আবাদের লক্ষ্যমাত্রা।
ফরিদুপরে এ বছর পেঁয়াজের বীজ উৎপাদন হয়েছে ৮শ৫০ টন। যা দেশের মোট চাহিদার ৭৫ ভাগ।