বন্যার প্রভাবে রাজধানীর কাঁচাবাজারে আবারো বেড়েছে কাঁচা সবজির দাম। যেকোনো ধরনের সবজি মানভেদে কিনতে খরচ হচ্ছে ৫০ থেকে ১০০ টাকা। আবারও ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছে কাঁচামরিচ। আর আগাম শীতের সবজি কিনতেও খরচ শতকের ঘরে।
দাম বাড়ার তালিকায় রয়েছে ভোজ্য তেলও। বেড়েছে লিটার প্রতি ৫ টাকা। সপ্তাহ ব্যবধানে অন্যান্য মসলার দাম রয়েছে স্বাভাবিক।
সরবরাহ স্বাভাবিক থাকলে দাম কমতে পারে বলে মত ব্যবসায়ীদের।