মিলাররা বলছেন, প্রশাসন নির্ধারিত দাম বাজার দরের কম হওয়ায় লোকসান গুনতে হবে তাদের। তবে নির্ধারিত দামে চাল বিক্রি না হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন, জেলা প্রশাসক।
এদিকে, নওগাঁয় খুচরা বাজারে কয়েকদিন ধরে মিনিকেট চাল বিক্রি হচ্ছিলো ৫০টাকা আর মোটা চালের দাম ছিলো ৪৪ টাকা। কিন্তু হঠাৎ করেই সরকার দাম নির্ধারণ করে দেয়ায় সেই চালই বিক্রি হচ্ছে দুই থেকে তিন টাকা বেশিতে। এতে লাভবান হবেন গুটি কয়েক মজুত ব্যবসায়ী। বেঁধে দেয়া দামে খুশি এখানকার মিলাররা। বলেন, আরও আগে দাম নির্ধারিত হলে শতভাগ সফল হতো সরকারি সংগ্রহ কার্যক্রম।
খাদ্য বিভাগ বলছে, সরকার নির্ধারিত দাম বাস্তবায়ন ও অবৈধ মজুতের বিরুদ্ধে জেলা প্রশাসনের সমন্বয়ে কাজ করছে একাধিক টিম। নির্ধারিত দামে চাল বিক্রি না হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় প্রশাসন।