২০১৮ সালে ডিসেম্বরে যাত্রা শুরু করে আলোচিত-সমালোচিত ই-কমার্স প্লাটফর্ম ইভ্যালি ডট কম ডট বিডি।
বিশাল মূল্য ছাড় ও শতভাগ বা তার চেয়েও বেশি ক্যাশব্যাকে পণ্য বিক্রি করে কম সময়েই নজর কাড়ে ক্রেতাদের। দু'বছর না যেতেই নিবন্ধন করেন ৩৭ লাখ গ্রাহক।
কিন্তু সময়ের সাথে সাথে পণ্যের মান ও প্রাপ্তি নিয়ে ভারী হতে থাকে অভিযোগের পাল্লা। প্রশ্ন ওঠে মূল্যছাড়ের ধরন নিয়েও। এ নিয়ে সরাসরি কোনো মন্তব্য পাওয়া না গেলেও, ফেসবুক লাইভে এর ব্যাখ্যা দিয়েছেন ইভ্যালির প্রতিষ্ঠাতা মোহাম্মদ রাসেল।
ই-কমার্স খাত সংশ্লিষ্টরা বলেছেন, মূল্যছাড় বা ক্যাশব্যাক ইভ্যালির নিজস্ব বিষয়। তবে গ্রাহকদের অভিযোগ নিয়েও তাদের কাজ করা উচিত।
এরইমধ্যে ইভ্যালির বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তের অংশ হিসেবে কোম্পানি, এর চেয়ারম্যান ও সিইওর ব্যাংক হিসাব জব্দ করে কেন্দ্রীয় ব্যাংক। তদন্ত শুরু করে ই-ক্যাবও। তবে ই-কমার্স খাতের উদ্যোক্তারা বলছেন, ব্যাংক হিসাব জব্দ না করেও তদন্ত করা যেত।
অভিযোগ বিষয়ে সরকারি পর্যায়ে তদন্তকে এ খাতের জন্য ইতিবাচক হিসেবেই দেখছেন বিশ্লেষকরা।
বিস্তারিত দেখুন ভিডিও লিংকে: