গোটা বিশ্বই যেন করোনা ভাইরাসের কড়াল গ্রাসে থমকে গেছে। থমকে গেছে মানুষের জীবন জীবিকা। একবারে নতুন আর অপ্রস্তুত এক পরিস্থিতর মুখোমুখি গোটা বিশ্ব, বাইরে নয় বাংলাদেশও। প্রভাব পড়েছে ব্যাবসা বাণিজ্যসহ মানুষের দৈনন্দিন জীবনাচরনে।
ভয়ানক এই ভাইরাসকে মোকাবেলায় নিরাপত্তার অভার দেখা দিয়েছে খোদ চিকিৎসকদেরই। তাদের বিশেষ সুরক্ষা পোশাকের অপর্যাপ্ততায় তাই পাশে দাঁড়িয়েছে তৈরি পোশাক মালিকদের সংগঠন।
পিপিই তৈরি প্রকৃয়ার সাথে থাকা মোহাম্মদী গ্রুপের পরিচালক নাভিদুল হক, জানান, কাঁচামালের অভাবে দেশে বানানো পিপিই বিশ্ব স্বাস্থ্য সংস্থার মান অনুযায়ী হচ্ছে না। আর মান নিশ্চিত করে পিপিই বানানো সময় সাপেক্ষ।
অনেক ছোট-বড় কারখানা পানি নিরোধক কাপড় দিয়ে চিকিৎসকদের জন্য বিশেষ সুরক্ষা পোশাক তৈরি করছে। যা পড়ে সরাসরি কভিড ১৯ আক্রান্তের কাছে যেতে পারবেন না স্বাস্থ্যকর্মীরা।
ছোট আকারের অনেক কারখানাই এখন দেশীয় মানের পিপিই তৈরির কার্যাদেশ পাচ্ছে, যার আয় থেকে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করে টিকে থাকার লড়াইয়ে হয়তো এ মাসটি উৎরে যাবেন তারা।