channel 24

সর্বশেষ

  • রাজধানীর রায়েরবাজারে ড্রেজিংয়ের সময় ৩ জনের মৃত্যু

  • লালমনিরহাটে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশির মৃত্যু: বিজিবি

সূচকের উর্ধ্বমুখীতে ইতিবাচক ধারায় দেশের পুঁজিবাজার

সূচকের উর্ধ্বমুখীতে ইতিবাচক ধারায় দেশের পুঁজিবাজার

সপ্তাহের শেষ কার্যদিবসেও ইতিবাচক ধারায় রয়েছে দেশের পুঁজিবাজার। সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৪৫৯ পয়েন্টে। একইসাথে ইতিবাচক ধারায় ফিরেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচকও। গত কার্যদিবসের চেয়ে ৩ কোটি টাকা বেড়ে লেনদেন হয় ১২ কোটি টাকা। দুই স্টক এক্সচেঞ্জেই বেড়েছে শেয়ারের দাম।

চলতি সপ্তাহের ধারাবাহিকতায় সপ্তাহের শেষ কার্যদিবসে উর্ধ্বমুখীধারায় ঢাকা স্টকএক্সচেঞ্জ। গত কার্য দিবস অনুসরন করে প্রধান সূচক ডিএসইএক্স ৬ বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৪৫৯ পয়েন্টে। কার্যদিবসের ব্যবধানে ৯০ কোটি টাকা বেড়ে লেনদেন হয় ৩৮৬ কোটি টাকা।

লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বাড়ে ১৬৭টির; কমে ১৩৭টির। অপরিবর্তিত ছিলো ৪৯টির দাম।

লেনদেনের শীর্ষে ছিলো

খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড
ব্রাক ব্যাংক লিমিটেড
স্কয়ার ফির্মাসিউটিক্যালস লিমিটেড
সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড
লাফার্জ হোলসিম লিমিটেড

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সূচকও রয়েছে উর্ধ্বমুখী ধারায়। সার্বিক সূচক সিএএসপিআই ২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৫৪০ পয়েন্টে। আর দিনের ব্যবধানে ৩ কোটি টাকা বেড়ে লেনদেন হয় ১২ কোটি টাকা।

লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বাড়ে ১৩৮টির; কমে ৮৬টির। অপরিবর্তিত ছিলো ২২টির দাম।

সংশ্লিষ্ট সংবাদ

সর্বশেষ সংবাদ

বিজনেস 24 খবর