channel 24

সর্বশেষ

  • নতুন মেয়াদে সভাপতি হওয়ার পর বঙ্গবন্ধুর সমাধিতে শেখ হাসিনার শ্রদ্ধা

  • বিজয় রুখতে বিএনপি প্রার্থীদের ওপর হামলা চালাচ্ছে আ.লীগ: ফখরুল

  • হবিগঞ্জে গাছের সাথে বাসের ধাক্কায় ৩ জনের প্রাণহানি

  • সৌদিতে নবেল করোনা ভাইরাসে আক্রান্ত রোগী চিহ্নিত

  • আইসিজের আদেশ: মেনে নেওয়ার আহবান গাম্বিয়ার; মায়নমারের প্রত্যাখ্যান

  • পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের শুভ সূচনা

পাঁচ মাসে রপ্তানি আয় কমেছে ৭.৫৯ শতাংশ

পাঁচ মাসে রপ্তানি আয় কমেছে ৭.৫৯ শতাংশ

গত বছরের তুলনায় চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে রপ্তানি আয় কমেছে ৭ দশমিক পাঁচ নয় শতাংশ। যার বড় কারণ হিসেবে বিশ্ব অর্থনৈতিক মন্দার কথা বলছেন বিশ্লেষকরা। এছাড়াও প্রতিযোগী দেশগুলোর তুলনায় রপ্তানিতে বেশি সময় লাগায় বাংলাদেশ পিছিয়ে পড়ছে বলেও মত তাদের। এ থেকে উত্তরণে বন্দর ব্যবস্থার আধুনিকায়নসহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা।

সরকারের বিভিন্ন পদক্ষেপ ও প্রণোদনার পরও কমছে দেশের রপ্তানি আয়। রপ্তানি উন্নয়ন ব্যুরো-ইপিবির তথ্যমতে, গত বছরের তুলনায় চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে রপ্তানি আয় কমেছে ৭ দশমিক পাঁচ নয় শতাংশ। যা লক্ষ্যমাত্রার চেয়ে ১২ দশমিক ৫৯ শতাংশ কম।  

রপ্তানি আয়ের শীর্ষে তৈরি পোশাক খাত থাকলেও পূরণ হয়নি লক্ষ্যমাত্রা। গত বছরের একই সময়ের তুলনায় কমেছে মাছ, কৃষি, চামড়া খাতেও। তবে সামান্য বেড়েছে রাবার, প্লাস্টিক, পাট ও পাটজাত পণ্যের রপ্তানি।

বিশ্লেষকরা বলছেন, চীন-আমেরিকার বাণিজ্য যুদ্ধের কারণে রপ্তানি আয় বৃদ্ধির সুযোগ থাকলেও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। অবশ্য একই সাথে ইউরোপের অর্থনৈতিক মন্দাকেও দায়ি করছেন তারা।

এ খাতে ভিয়েতনাম ও কম্বোডিয়ার মতো প্রতিযোগী দেশ স্বল্প সময়ে পণ্য রপ্তানি করতে পারায় বিশ্ব বাজারে তাদের রপ্তানি আয় বেড়েছে বাংলাদেশের কয়েকগুণ। এই প্রেক্ষাপটে তৈরি পোশাক খাতে অবস্থান হারানোর শঙ্কাও তাদের।

একই সাথে শ্রম পরিবেশ উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিতে আরও বেশি সচেষ্ট হওয়ার পরামর্শ এই বিশ্লেষকদের।

সংশ্লিষ্ট সংবাদ

সর্বশেষ সংবাদ

বিজনেস 24 খবর