মতবিনিময় সভায় বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি জানান, আগামী তিন বছরের মধ্যে পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে দেশ। কৃষকরা যেন ন্যায্য মূল্য পায় সেজন্য এবার পেঁয়াজ উঠলে রপ্তানি বন্ধ করা হবে। দেশের এই সংকটকালে ব্যবসায়ীদের মানবিক হওয়ারও আহবান জানান বাণিজ্যমন্ত্রী।
তিনি বলেন, এরইমধ্যে মিশর ও তুরস্ক থেকে পেঁয়াজ আসা শুরু করেছে। বাজার সহনীয় রাখতে টিসিবির মাধ্যমে ৪৫ টাকায় দেয়া হচ্ছে।