ব্ল্যাক ফ্রাইডের মধ্য দিয়ে ইউরোপ-আমেরিকার দেশগুলোতে শুরু হয়েছে খ্রিস্টানদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান ক্রিসমাসের প্রস্তুতি। প্রায় সব দেশেই পণ্য বিক্রি হচ্ছে বিশেষ ছাড়ে। এ সুযোগে উৎসব ঘিরে কেনাকাটায় ব্যস্ত সাধারণ মানুষ।
টেরি রিকেট বলেন, ব্ল্যাক ফ্রাইডেতে দেয়া বিশেষ ছাড়ের সুযোগের ক্রিসমাসের জন্য কেনাকাটা করছি। এখন প্রায় সব পণ্যই অর্ধেক দামে পাওয়া যাচ্ছে।
বিশেষ ছাড়ের সুযোগে কিছু বাড়তি পণ্য কিনেছি। ক্রিসমাসের আগে আরো কিছু প্রয়োজনীয় পণ্য কিনতে হবে।
ক্রিসমাসের আগে ঘর সাজানোর সামগ্রী ইলেকট্রনিক্সসহ নানা পণ্যের বিক্রি বেশ বেড়েছে। তাই ছাড়ে পণ্য বিক্রি হলেও ব্যবসায়ীদের ভালো মুনাফা হচ্ছে বলে দাবি সংশ্লিষ্টদের।
বেলজিয়ামের সংস্কৃতি ও পর্যটন বিভাগের সদস্য ইফলি ডোমব্রেত বলেন, প্রতি বছর ক্রিসমাসের সময় শীতের পোশাক বেশি বিক্রি হয়। ক্রিসমাসে ঘর সাজাতে প্রয়োজনীয় পণ্যেরও ভালো চাহিদা থাকে। বিশেষ ছাড়ের সুযোগে প্রয়োজনীয় বৈদ্যুতিক সরঞ্জামও কিনেন অনেকেই। ধর্মীয় অনুষ্ঠানের আগে বিশেষ ছাড় দেয়া হলেও বাড়তি পণ্য বিক্রি হওয়ায় ব্যবসায়ীদের গড় মুনাফাও বেড়ে যায়।
ব্যবসায়ীরা জানান, বরাবরের মতোই ব্ল্যাক ফ্রাইডের বিক্রিতে নতুন রেকর্ড হয়েছে এবারও। দেশভেদে এই দিনের বিক্রি বেড়েছে ১৫ থেকে ৪৪ শতাংশ পর্যন্ত। বেলজিয়াম, জার্মানি, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে বিশেষ ছাড়ে পণ্য বিক্রির সময়সীমা বাড়ানো হয়েছে। প্রথমবারের মতো ক্রিসমাসের পরও ছাড়ে পণ্য বিক্রির ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা। যা চলবে আগামী বছরের ৫ জানুয়ারি পর্যন্ত।