ধর্মঘটের দ্বিতীয় দিন সোমবার সকাল সাড়ে ১১টায় পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের নেতাদের সাথে বৈঠকে বসে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন বিপিসি। প্রায় দুই ঘণ্টা বৈঠকের পর ১৫-ই ডিসেম্বর পর্যন্ত কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেয় মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
মালিক-শ্রমিকদের একাংশের এই নেতা বলেন, বিভিন্ন পেট্রোলিয়াম দ্রব্য-ডিজেল, অকটেন ও পেট্রোলে কমিশনের হার ভিন্ন ভিন্ন। যা সাড়ে ৭ শতাংশ পর্যন্ত বাড়ানোর দাবি তাদের।
বিপিসি বলছে, পেট্রোল পাম্প মালিক-শ্রমিক ও লরি চালকদের অনেক দাবিই যৌক্তিক। তবে তেলের পাম্প চালু করতে পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স নেয়ার বাধ্যবাধকতা বাতিলের দাবি নিয়ে আলোচনা দরকার।
বৈঠক শেষে হঠাৎ করেই পেট্রোলিয়াম করপোরেশনে আসেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহি চৌধুরী। তিনি বলেন, ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে, এই খাতে সেবা দেয়ার চিন্তাভাবনা রয়েছে।
১৫ দফা দাবিতে রাজশাহী-খুলনা ও রংপুর বিভাগে পয়লা ডিসেম্বর থেকে কর্মবিরতি শুরু করে পেট্রোল পাম্প ও ট্যাংক লরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। যদিও এই ধর্মঘটে সায় ছিলো না সংগঠনটির কেন্দ্রীয় কমিটির।