রাজধানীর জাতীয় রাজস্ব বোর্ড ভবনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান মোশারফ হোসেন ভূঁইয়া।
এবারের রাজধানীর কর মেলা, বেইলি রোডের অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হবে। ২০ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে এ মেলা।
এ ছাড়া ৫৬টি জেলা শহরে চার দিন, ৪৮টি উপজেলায় দুই দিন এবং ৮টি উপজেলায় এক দিন ব্যাপী মেলা হবে।