বর্তমান সরকারের ১০ম এবং নতুন অর্থবছরের প্রথম একনেক সভা।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনের শুরুতেই ইতিবাচক বার্তা দেন পরিকল্পনা মন্ত্রী। জানান, সদ্যবিদায়ী অর্থবছরে বেড়েছে বার্ষিক উন্নয়ন কর্মসূচী বাস্তবায়নের হার। এখন পর্যন্ত যা সর্বোচ্চ।
মন্ত্রী বলেন, চাল, পেঁয়াজ, মরিচসহ বিভিন্ন নিত্যপণ্যের সরবরাহ ও উৎপাদন চাহিদার চেয়ে বেশি থাকায় গেল জুনে বাড়েনি পণ্যমূল্য। তাই মূল্যস্ফীতিও ছিল নিম্নমুখী।
এদিন একনেক সভায় অনুমোদন পায় মোট ১৩ টি প্রকল্প। যার প্রাক্বলিত ব্যয় প্রায় ৭ হাজার ৭৪৪ কোটি টাকা। পরিকল্পনামন্ত্রী জানান, পর্যায়ক্রমে দেশের সব সড়ক পুরু ও প্রশস্ত করা হবে। আরো আধুনিক করা হবে বিদ্যুৎ সঞ্চালন লাইন।
গুলিস্তানে বর্তমান জিপিও ভবনের জায়গায় হবে খোলা মাঠ ও পার্ক। আর জিপিও'র নতুন কার্যালয় আগারগাঁওয়ে স্থানান্তর করা হবে বলেও জানান পরিকল্পনামন্ত্রী।