দুপুরে রাজধানীর একটি হোটেলে টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ আয়োজিত প্রাইভেসি এন্ড ডাটা সিকিউরিটি শীর্ষক এক কর্মশালায় এমন মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার।
কর্মশালায় বিশেষজ্ঞরা বলেন, দেশে ডাটা নিরাপত্তা এবং গোপনীয়তা রক্ষায় কোন ফ্রেমওয়ার্ক নেই। ফলে ব্যক্তিগত কাজের পাশাপাশি সামষ্টিক ক্ষেত্রে গুরুত্বপূর্ন বিভিন্ন ইস্যূতে সমস্যার সৃষ্টি হয়। এ সমস্যা সমাধানে সরকারকেই নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তুলতে হবে বলেও পরামর্শ দেন বক্তারা।
এ সময় মন্ত্রী জানান, সদ্য পাশ হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনটিকে সামনে রেখেই সব ধরনের ডিজিটাল ব্যবহারের নিয়ম নীতি করা সম্ভব। ডাটা গোপনীয়তা ও নিরাপত্তার ক্ষেত্রেও শিগগীরই কাজ শুরু করবে সরকার।
মন্ত্রী আরো জানান, কপিরাইট আইন ভেটিংয়ের জন্য অপেক্ষায় আছে।