channel 24

সর্বশেষ

  • তথ্য প্রযুক্তি আইনের মামলায় গ্রেপ্তার অভিনেত্রী নওশাবার জামিন

  • ২১ আগস্ট গ্রেনেড হামলায় জিয়া পরিবার জড়িত: প্রধানমন্ত্রী...

  • বঙ্গবন্ধু ‌এভিনিউয়ে নিহতদের প্রতি অস্থায়ী বেদিতে শ্রদ্ধা

  • সড়ক দুর্ঘটনা: গোপালগঞ্জে আলাদা স্থানে ৫ জনসহ সারা দেশে নিহত ১২

  • সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

  • ঈদযাত্রায় সড়ক, রেল ও নৌপথে মানুষের উপচেপড়া ভিড়...

  • যানবাহন সংকটে যাত্রীদের ভোগান্তি; দেরিতে ছাড়ছে বেশিরভাগ ট্রেন

  • ঈদযাত্রা ভোগান্তিহীন ও নিরাপদ করতে ব্যর্থ সড়ক পরিবহনমন্ত্রী: রিজভী

  • পশুর হাটে চাঁদাবাজি বন্ধে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী: ডিএমপি

মেলা বা নির্দিষ্ট স্থানে আইসিটি পণ্যের মূল্যহ্রাসে নিষেধাজ্ঞা

মেলা বা নির্দিষ্ট স্থানে আইসিটি পণ্যের মূল্যহ্রাসে নিষেধাজ্ঞা

চাল ডাল তেলের পর এবার নীতিমালার মোড়কে সিন্ডিকেট হতে যাচ্ছে দেশের সবচেয়ে সম্ভাবনাময় খাত আইসিটিতে। আইনি অধিকার না থাকলেও পণ্য বিক্রির ক্ষেত্রে এমআরপি বেঁধে দিতে যাচ্ছে কম্পিউটার ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতি।

এই বেঁধে দেয়া এমআরপির চেয়ে কম দামে কোন প্রতিষ্ঠানই পণ্য বিক্রি করতে পারবে না। এমনকি কোম্পানিই কোন নির্দিষ্ট স্থান বা মেলায় বিশেষ ছাড় দিতে পারবেনা। আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো মনে করছে এটা ভোক্তা অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। আর কনজিওমার এসোসিয়েশন অব বাংলাদেশের মতে এই ধরনের মনোপলি উদ্যোগের কারণে সংগঠনটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া উচিত।

এভাবেই বিভিন্ন তথ্যপ্রযুক্তি মেলায় ভিড় করেন অসংখ্য তরুণ। কারণ একটাই মেলা উপলক্ষ্যে কিছুটা কম দামে আইসিটি পণ্য কেনা। কিন্তু ভবিষ্যতে এ ধরনের আয়োজন কিংবা এসব আয়োজনে তরুণ প্রজন্মের ভিড় হওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়। কারণ এখন থেকে কোন আন্তর্জাতিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের এ ধরনের মেলা বা উৎসবে কোন ছাড় না দেয়ার ওপর বাধ্যবাধকতা আরোপ করেছে বাংলাদেশ কম্পিউটার সমিতি। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে দেয়া এ সংক্রান্ত নীতিমালায় বলা হয়েছে প্রতিটি পণ্যের এমআরপি থাকতে হবে। কোন প্রতিষ্ঠান এমআরপির চেয়ে কম দামে পণ্য বিক্রি করতে পারবেনা। এমনকি কোন স্থান বা মেলা উপলক্ষ্যে কোন আইসিটি কোম্পানিই তাদের পণ্যে বিশেষ ছাড় দিতে পারবেনা। কোন আইনী বৈধতা না থাকলেও সমিতির দাবি তারা কোম্পানিগুলোকে বাধ্য করতে পারবেন। 

এই ধরনের নীতিমালার ফলে ভোক্তা অধিকার ক্ষুন্ন হবে বলে মনে করছে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো। তাদের মতে, এতে ভোক্তারা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি আইসিটি খাতের বিস্তার বাধাগ্রস্ত হবে। বিশ্বের কোথাও এ ধরনের উদ্ভট নীতিমালা নেই বলে দাবি করেন আন্তর্জাতিক ব্র্যান্ড ডেলের এই কান্ট্রি প্রধান। 

আর এ ধরনের নীতিমালাকে দুষ্টু সিন্ডিকেট হিসেবে আবহিত করেছে কনজিওমারস এসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। ভোক্তার কম দামে পণ্য পাওয়ার অধিকার যারা ছিনিয়ে নিতে চায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার পরামর্শ দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। 

এমনকি এ ধরনের উদ্যোগ নেয়ায় প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিলেরও সুপারিশ করেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ

সর্বশেষ সংবাদ

তথ্য প্রযুক্তি খবর