টানা সপ্তম আর সবমিলে রেকর্ড নমববারের মতো ঘরোয়া এ ট্রফি জেতার হাতছানি পিএসজির। যদিও ফ্রেঞ্চ কাপের ফাইনালে এই রেনের কাছে হেরে শিরোপা হাতছাড়া করেছিলো থমাস টুখেলের দল। বিপরীতে দ্বিতীয়বার ফ্রেঞ্চ সুপার কাপ জেতার সুযোগ রেনের। সবশেষ ১৯৭১ সালে ট্রফি ঘরে তুলেছিলো দলটি।
মৌসুমে প্রথমবার পিএসজির জার্সিতে দেখা যেতে পারে নেইমারকে। যদিও ব্রাজিল তারকার খেলা নিশ্চিত করেননি কোচ টুখেল। অভিষেকের অপেক্ষায় এভারটন থেকে নতুন সাইনিং ইদ্রিসা গুয়েয়ে।