রোনালদো, মেসি ছাড়াও নেদারল্যান্ডসের ৩ ফুটবলারের জায়গা হয়েছে দশজনের তালিকায়। ফ্র্যাঙ্ক ডি জং, ম্যাথাইস ডি লিখট ও ভার্জিল ফন ডাইক, ডাচদের প্রতিনিধিত্ব করছেন। এছাড়াও মোহামেদ সালাহ, এডেন হ্যাজার্ড, হ্যারি কেন, সাদিও মানে, কিলিয়ান এমবাপ্পেরা আছেন তালিকায়।
সেরা কোচের তালিকায় আছেন ফ্রান্সকে বিশ্বকাপ উপহার দেয়া দিদিয়ের দেশম। এছাড়াও আলজেরিয়াকে আফ্রিকা কাপ অব নেশন্স জেতানো জামেল বেলমাদি, মার্সেলো গ্যালার্দো ও রিকার্ডো গ্যারেকারা আছেন সেরা দশের তালিকায়।
সেরা নারী ফুটবলার ক্যাটাগরিতে জায়গা হয়েছে ইংল্যান্ডের লুসি ব্রোঞ্জ, যুক্তরাষ্টের জুলি আর্টজ ও সুইডেনের ক্যারোলিন গ্রাহামের।