বিশ্বকাপ থেকে ফেরার দিন দশেকের মাঝেই আরেক চ্যালেঞ্জ টিম বাংলাদেশের। লক্ষ্য লঙ্কা মিশন।
মিরাজ মুশফিকদের সঙ্গে মাশরাফী সাইফুদ্দিনেরও যাবার কথা ছিলো। কিন্তু দুজনেই শেষ মুহূর্তে পড়েছেন ইনজুরিতে। আর তাই প্রথমবারের মত ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দেয়ার অপেক্ষায় তামিম ইকবাল। দুবছর আগে নিউজিল্যান্ড সফরের এক টেস্টে বাংলাদেশের ক্যাপ্টেন্সি করেছিলেন তামিম। তবে এবার যাচ্ছেন অনেকটা ভাঙাচোড়া দল নিয়ে।
যদিও ক্যাপ্টেন্সি নয় তামিম ইকবাল বেশি চিন্তিত নিজেকে নিয়ে। বিশ্বকাপে ম্যাচ খেলে .. রানে, মোটেই তৃপ্ত নন বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশী রান করা এই ক্রিকেটার।
মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী মিরাজ, সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান ও মোসাদ্দেক হোসেন, প্রথম ধাপে সাত ক্রিকেটার একসাথে গেছেন শ্রীলঙ্কায়। রোবার যাবেন রুবেল হোসেন। চট্টগ্রামে এ দলের সাথে থাকা মোহাম্মদ মিঠুন, ফরহাদ রেজা, সাব্বির রহমান ও এনামুল বিজয় যাবেন পরদিন। আর বিসিবি একাদশের হয়ে ভারত সফরে থাকা তাইজুল ইসলাম ও তাসকিন আহমেদ বেঙ্গালুরু থেকে সরাসরি যোগ দেবেন দলের সাথে।
সাম্প্রতিক বাংলাদেশের চেনা প্রতিপক্ষ শ্রীলঙ্কাও খুব একটা ছন্দে নেই। তাই সিরিজটাকে দুদলের জন্যই গুরুত্বপূর্ণ মনে করছেন ভারপ্রাপ্ত অধিনায়ক।
শুক্রবার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। সব ম্যাচই কলম্বোতে।