যেহেতু সব ধরনের ক্রিকেট থেকেই তাদের নির্বাসিত করেছে আইসিসি এই সিরিজ তো বটেই সামনেও অনিশ্চিত সময় অপেক্ষা করছে ক্রিকেটাররদের।
টুইট করে হতাশার কথা জানিয়েছেন সলোমন মিরে, কাইল জার্ভিসসহ বাকী ক্রিকেটাররা।
সিকান্দার রাজা টুইটারে প্রশ্ন তুলেছেন, একটি সিদ্ধান্ত কি করে একটা দলকে তাদের পরিবারকে ভোগাচ্ছে। কতগুলো লোক বেকার হয়ে পড়ছে।
অধিনায়ক ব্রেন্ডন টেলর আইসিসির সিদ্ধান্তকে কিছুতেই মানতে পারছেন না। বলেছেন জিম্বাবুয়ে ক্রিকেটের উপর ক্রীড়া মন্ত্রণালয়ের হস্তক্ষেপ ছিলোনা।