আপাতদৃষ্টিতে আনুষ্ঠানিকতার তবে নকআউটের সমীকরণ মেলাতে এ ম্যাচ দুটির গুরুত্ব অনেক বেশি। প্রতিপক্ষ হিসেবে না হলেও লড়াইটা মূলত অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের। পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল কিংবা ধরে রাখা নেপথ্যে সেমিফাইনালে স্বাগতিকদের বাধা এড়িয়ে যাওয়া।
তাই সেরা একাদশ নিয়েই মাঠে নামছে ভারত। এ লক্ষ্যে একাদশে দুটি পরিবর্তন এনেছে মেন ইন ব্লুরা। যুজবেন্দ্র চাহালের জায়গায় কুলদীপ যাদব এবং মোহাম্মদ শামির স্থানে ঢুকেছেন রবীন্দ্র জাদেজা।
ওয়ানডেতে ১৫৮ দেখায় ৫৬ হারের বিপরীতে ভারতের জয় ৯০টি। একটি টাই আর ১১টি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। তবে বিশ্বকাপের পরিসংখ্যানে এগিয়ে শ্রীলঙ্কা। ৮ বারের মুখোমুখিতে ৪ জয় লঙ্কানদের আর ৩টি ভারতের। এক ম্যাচ পরিত্যক্ত।
ভারত বিশ্রামে থাকলেও ঐচ্ছিক অনুশীলন করেছে শ্রীলঙ্কা। হেডিংলির উইকেটে প্রচুর রান আছে, তবে পরে যারা ব্যাট করবে তাদের জন্য বড় স্কোর করা কঠিন হবে।
ভারত একাদশ: রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), রিশভ পন্ত, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), দিনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব ও জাসপ্রিত বুমরাহ।
শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারত্মে, কুশল পেরেরা, আভিষ্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, লাহিরু থিরিমান্নে, ইসুরু উদানা, ধনাঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, কাসুন রাজিতা ও লাসিথ মালিঙ্গা।