ডারহামের চেস্টার লি স্ট্রিটে টস জিতে ব্যাট করতে নেমে দলকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার জেসন রয় ও জনি বেয়ারস্টো। ঝড়ো ব্যাটিংয়ে ১২৩ রানের ওপেনিং জুটি গড়েন। ৬০ রানে জেসন রয়কে ফেরান জিমি নিশাম। আসরে দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন জনি বেয়ারস্টো। আউট হন ১০৬ রানে।
এরপর জো রুট, বাটলার, স্টোকস, ক্রিস ওকস দ্রুত আউট হলে ইংল্যান্ডের বড় স্কোর করা হয়নি। ৮ উইকেটে ৩০৫ রানে থামে ইংলিশরা। দুটি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট, ম্যাট হ্যানরি ও জিমি নিশাম। এ ম্যাচে যে দল জিতবে সেমিফাইনাল নিশ্চিত হবে তাদের।