ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে মঙ্গলবার (২৫ জুন) ব্যাট করতে নেমে ম্যাচের ১২তম ওভারের পঞ্চম বলে দলীয় ফিফটিতে পৌঁছায় অস্ট্রেলিয়া। তাতে প্রথম জুটি হিসেবে বিশ্বমঞ্চে টানা ৫ ম্যাচে এই অনন্য কীর্তি গড়েন ওয়ার্নার ও ফিঞ্চ।
বিশ্বকাপে টানা ৪ ম্যাচে পঞ্চাশ ছাড়ানো চারটি উদ্বোধনী জুটিগুলো হলো- গ্রায়েম ফ্লাওয়ার ও ক্রিস টাভারে (১৯৮৩), জিওফ মার্শ ও ডেভিড বুন (১৯৮৭-৯২), আমির সোহেল ও সাঈদ আনোয়ার (১৯৯৬), অ্যাডাম গিলক্রিস ও ম্যাথু হেইডেন (২০০৩-০৭)।
বিশ্বকাপে ফিঞ্চ ও ওয়ার্নার জুটি সম্মিলিত রানের রেকর্ড ভাঙার পথে আছেন। এই টুর্নামেন্টে তাদের জুটি ৬০০ রান ছাড়িয়েছে। এই রেকর্ডটি আছে তিলকারত্নে দিলশান ও উপুল থারাঙ্গার দখলে, ২০১১ বিশ্বকাপে তারা ৮০০ রানের মাইফলক স্পর্শ করেন।