৪৬ দিনের বিশ্বকাপে ২৫ দিন পেরিয়েছে। সেঞ্চুরি, হ্যাটট্রিক সবই হয়েছে। কিন্তু এখনো একটি দলও নিশ্চিত করতে পারেনি সেমিফাইনাল।
নয় দল কাগজে-কলমে টিকে ছিলো টুর্নামেন্টে। পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচ শেষে এক দল ঝড়ে পড়বে।
সেরা চারে যেতে আট দলের সুযোগ থাকলেও শীর্ষ চার দল অর্থাৎ নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত ও ইংল্যান্ডই সম্ভাবনায় এগিয়ে।
শুধু কি তাই? কি হলে কী হবে? কিভাবে সেমিফাইনালে যেতে পারে বাংলাদেশ। সহজ, আবার কঠিনও।
সহজ এই কারণে। পথটা জানা। আফগানিস্তান, ভারত, পাকিস্তানকে হারাতে হবে।
আর কঠিন এই কারণে নিজেরা জিতলেই হবে না তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর দিকেও। যেমন ইংল্যান্ড। শেষ তিন ম্যাচের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড। ইংলিশরা দুটিতে হারলে আর বাংলাদেশ সব ম্যাচ জিতলে মিলে যাবে অংক। সেক্ষেত্রে ১০ পয়েন্ট হলেও বাংলাদেশকে ছুঁতে পারবে না স্বাগতিকরা। তিন জয়ে টাইগারদের পয়েন্ট হবে ১১।
ইংলিশদের ৩ হার আর বাংলাদেশের ২ জয়ও এনে দিতে পারে সেমিফাইনালের টিকেট।
ইংল্যান্ড না হয়ে দলটা অস্ট্রেলিয়াও হতে পারে। অজিদের শেষ তিন ম্যাচ ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তিন ম্যাচ হেরে নিজেরাই বিদায় নিতে পারে। অস্ট্রেলিয়ার পয়েন্ট এখন ১০।
দাপুটে ভারতেরও বিদায়ের সুযোগ আছে। কিন্তু সেটা অনেক কঠিন। ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, বাংলাদেশ, শ্রীলঙ্কার বিপক্ষে চার ম্যাচের মধ্যে একটি জয়ই নিরাপত্তা দেবে ছিটকে যাবার শঙ্কা থেকে।
নিজেদের তিন ম্যাচ হারলে আর শ্রীলঙ্কা বাকিগুলো জিতলেই কেবল নিউজিল্যান্ডের বাদ পড়ার শঙ্কা থাকতে পারে।
এতসব সমীকরণ আর কঠিন হিসাবের মারপ্যাঁচ সহজ হতে শুরু করবে কয়েক দিনের মধ্যে। তবে ইংল্যান্ডের বেরসিক বৃষ্টিকে ভুললেও চলবে না।
নিউজটির ভিডিও-