টিকে গেলো কোপা আমেরিকায় আর্জেন্টিনার ভাগ্য। গ্রুপ পর্বেই বাদ পড়ার শঙ্কাকে কোয়ার্টার ফাইনালের সম্ভাবনায় রূপ দিলেন ফ্রাঙ্কো আরমানি। তার হাত ধরেই যে এখনও টিকে আছে আলবিসেলেস্তেদের শেষ আটের সমীকরণ। পেনাল্টি রুখে দিয়ে মেসিকে ছাড়িয়ে তাই ম্যাচের নায়ক আর্জেন্টাইন গোলরক্ষক।
তবে বেলো হরিজন্তেতে এদিনও সেই হতশ্রী, কঙ্কালসাড় আর্জেন্টিনা। অন্তত প্রথমার্ধে। ডি মারিয়া, আগুয়েরোদের পরিবর্তে একাদশে সুযোগ পাওয়া লো সেলসো, লতারো মার্তিনেজরাও ব্যর্থ। বিপরীতে উজ্জল প্যারাগুয়ে। তবে বাধার দেয়াল হয়ে দাড়ান সেই আরমানি।
যদিও থামিয়ে রাখা যায়নি প্যারাগুয়েকে। ৩৭ মিনিটে মিগুয়েল আলমিরনের পাস থেকে ডেড লক ভাঙ্গেন রিচার্ড সানচেজ।
দ্বিতীয়ার্ধে আগুয়েরো বদলি হিসেবে নামতে খোলস ছেড়ে বেরুতে শুরু করে আর্জেন্টিনা। তবে বাধা দেয়াল ক্রস বার ও গোলরক্ষক ফরনানদেজ।
তবে ডি বক্সে ডিফেন্ডারের পিরিসের হ্যান্ডবলে কপাল পুড়ে প্যারাগুয়ের। ভিএআরের সুবাদে পাওয়া পেনাল্টি থেকে আর্জেন্টিনাকে সমতায় ফেরান মেসি।