channel 24

ব্রেকিং নিউজ

  • অবৈধ ক্যাসিনো ব্যবসা: রাজধানীর গুলশানে ঢাকা মহানগর...

  • দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ ভূঁইয়া আটক...

  • মতিঝিলে ফকিরেরপুল ইয়ংমেনস ক্লাবে অভিযানে আটক ১৪২

কঠোর পরিশ্রম আর মানসিক শক্তির পুরস্কার এই সাফল্য: সাকিব

কঠোর পরিশ্রম আর মানসিক শক্তির পুরস্কার এই সাফল্য: সাকিব

কঠোর পরিশ্রম আর মানসিক শক্তির পুরস্কার এই সাফল্য বলে মনে করেন সাকিব আল হাসান। লড়াইটা নিজের সঙ্গে নিজের ছিলো তার। ক্যারিয়ারের সেরা ব্যাটিং ফর্ম দিয়ে দলকে জেতাতে পারায় তৃপ্ত সাকিব সামনেও একই ধারাবাহিকতা রাখতে চান।

সাকিব আল হাসান অদম্য, সাহসিকতার প্রতীক। ১৬ কোটি বাংলাদেশির আস্থার প্রতিচ্ছবি। তার লাল-সবুজের নাম্বার সেভেন্টি ফাইভ, কোটি প্রাণে স্বপ্ন দেখায়।

তিনি এমনই। আত্মবিশ্বাসের চূড়ায় থেকে শুরু করেন প্রতিটা ম্যাচ। লক্ষ্য যতই হোক অসম্ভব। যুদ্ধটা যে তার নিজের সঙ্গে।

সাকিব আল হাসান বলেন, রানের কথা যদি চিন্তা করেন তাহলেত মনে হয় বেস্ট। এর আগেও হয়ত কয়েকবার ভালো অবস্থানে ছিলাম।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও ৩২২ রানের টার্গেট অসম্ভব মনে হয়নি শুধু সাকিবের কাছে। সেই পথে সামনে থেকে হেঁটেছেন সাকিব আল হাসান। আছেন নিজের ক্যারিয়ার সেরা ব্যাটিং ফর্মে।

আবারো সেরা রান সংগ্রাহকের তালিকার শীর্ষস্থানটি সুপার সাকিবের দখলে। ‌টপকে গেছেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চকে। যদিও বৃষ্টির কারণে ১ ম্যাচ কম খেলেছেন সাকিব আল হাসান।

ক্যারিবিয়ান পাইরেটরা বহুবার চোখ রাঙানি দিয়েও, অকুতোভয় বিশ্বসেরার সামনে মাথা নত করে মাঠ ছাড়তে বাধ্য হয়েছে। সুপার ফর্ম ধরে রাখতে চান সুপারম্যান।

তিনি বলেন, ব্যাটিংয়ে খুব ভালো লাগছে বা আমি খুব ভালো একটা অবস্থানে আছি। আমি চেষ্টা করবো সব কিছু যেন সর্বোচ্চ দিতে পারি।

ক্যারিবিয় বধের দিন দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে করলেন ৬ হাজার রান। দুইশ উইকেট আর ছয় হাজার রানের ক্লাবে ষষ্ঠ ক্রিকেটার তিনি। বিশ্বকাপে প্রথম চার ম্যাচে পঞ্চাশোর্ধ রানের ইনিংস খেলা চতুর্থ ক্রিকেটার। আগের তিনজন নভোজাত সিধু, শচীন টেন্ডুলকার ও গ্রায়েম স্মিথ।

তাইতো ম্যাচের স্মৃতি হিসেবে নিতে চেয়েছিলেন স্ট্যাম্প। কিন্তু জিঙ্ক বেলের কারণে তা হয়নি।

সাকিবকে এই ম্যাচ মনে রাখতে হবে না। তাকে মনে রাখার জন্য ষোলো কোটি বাংলাদেশিতো আছেই।

ভিডিওতে উইন্ডিজের বিপক্ষে ম্যাচ সেরা হবার পর যা বললেন সাকিব-

সংশ্লিষ্ট সংবাদ

সর্বশেষ সংবাদ

স্পোর্টস 24 খবর