channel 24

ব্রেকিং নিউজ

  • নুসরাত হত্যা: সাবেক ওসি মোয়াজ্জেম শাহবাগ থেকে গ্রেপ্তার

বিশ্বকাপ বাছাই ম্যাচ খেলতে ঢাকায় এসেছে লাওস

বিশ্বকাপ বাছাই ম্যাচ খেলতে ঢাকায় এসেছে লাওস

বিশ্বকাপ বাছাই ম্যাচ খেলতে ঢাকায় এসেছে লাওস দল। বৃষ্টি বাধায় ভেন্যু বদলে কমলাপুর স্টেডিয়ামের টার্ফে প্র্যাকটিস করেছে প্রতিপক্ষ। প্রথম লেগের ভুল আর করতে চান না দলটির কোচ। এদিকে বাংলাদেশ টানা দ্বিতীয় দিন ম্যাচ ভেন্যু বঙ্গবন্ধু স্টেডিয়ামে ঘাম ঝড়িয়েছে।

এক আত্মবিশ্বাসী দল। অ্যাওয়ে ম্যাচে ১-০ গোলের জয় নিয়ে দেশে ফিরেই অব্যাহত কঠোর অনুশীলন। হবেই না বা কেন, ঢাকা ফিরে দম ফেলার আগেই হাজির প্রতিপক্ষ দল।

শনিবার রাতের মধ্যে দু ধাপে ঢাকায় এসেছে লাওস দল। রোববার যখন বঙ্গবন্ধু স্টেডিয়ামে মঙ্গলবারের ম্যাচের প্রস্তুতিতে ব্যস্ত স্বাগতিকরা, তখন অন্য ভেন্যুতে ব্যস্ত সফরকারীরা।

বাংলাদেশের দলের এক ফরোয়ার্ড বলেন, বিশ্বকাপ বাছাইয়ের পরের পর্বে যেতে ড্র যথেষ্ট হলেও বাংলাদেশের মনোযোগ বড় ব্যবধানের জয়ে। আক্রমণভাগের মনোযোগ ভুল শুধরে বেশি গোল আদায় করায়।

দুপুরের হঠাৎ বৃষ্টিতে ঢাকায় প্রথম অনুীশলনের ভেন্যু বদলেছে লাওস। ঘাসের মাঠের পরিকল্পনা বদলে কোচ বেছে নেন টার্ফের কমলাপুর স্টেডিয়াম।

স্কোরে যেমন পিছিয়ে সফরকারীরা পিছিয়ে বাংলাদেশের হোম অ্যাডভান্টেজের কাছেও। তবু লাওসের সিঙ্গাপুরের কোচ ছক আঁকছেন বড় ব্যবধানে ম্যাচ জেতার।

লাও কোচ ভারাদারাজু সুন্দরামূর্তি বলেন, যেহেতু ঘাসের মাঠে অনুশীলনের সুযোগ আছে, তাই বৃষ্টির মধ্যে টার্ফ বেছে নিয়েছি। এদেশের কন্ডিশনের সাথে ফুটবলারদের মানিয়ে নেয়াটা জরুরি। প্রথম ম্যাচে দুদলই সুযোগ তৈরি করেছিল, কিন্তু সফল হয়েছে বাংলাদেশ। আমরা চাই সামনের ম্যাচে কোনো সুযোগ মিস না করতে।

বিশ্বকাপ বাছাইয়ের প্রথম পর্বের ম্যাচে দ্বিতীয় লেগে মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ-লাওস।

 

 

সংশ্লিষ্ট সংবাদ

সর্বশেষ সংবাদ

স্পোর্টস 24 খবর