channel 24

ব্রেকিং নিউজ

  • নুসরাত হত্যা: সাবেক ওসি মোয়াজ্জেম শাহবাগ থেকে গ্রেপ্তার

দেশে ফিরেই অনুশীলনে ফুটবলাররা

দেশে ফিরেই অনুশীলনে ফুটবলাররা

দেশে ফেরার বারো ঘন্টার মধ্যে মাঠে নেমেছে বাংলাদেশ দল। লাওসের বিপক্ষে প্রথম লেগে অ্যাওয়ে জয়ে এগিয়ে থাকলেও হোম ম্যাচকে হালকাভাবে নিচ্ছে না ফুটবলার- কোচিং স্টাফ। লাওসের আক্রমনাত্নক কৌশলে অবাক ফুটবলাররা।

অনুশীলনে ব্যস্ত কোচ জেমি ডে নিজেই। টিম স্টাফ মহসিনের সাথে ঝালিয়ে নিচ্ছেন নিজেকে। গভীর রাতে ঢাকায় ফেরার ভ্রমণ ক্লান্তিকে ভুলে আবারও মাঠে ফিরেছে টিম বাংলাদেশ।

লাওসের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচের জয়ে বিশ্বকাপ বাছাইয়ে প্রথম পর্বে এগিয়ে টিম বাংলাদেশ। তবে এখনই স্বস্তির নি:শ্বাস ফেলতে নারাজ কোচ, অধিনায়ক। প্রথম লেগের ফল সন্তুষ্ট করতে পারলেও কোচের দুশ্চিন্তা পারফম্যান্স।

বাংলাদেশি ফুটবল দলের কোচ জেমি ডে জানান, কাজটা এখনও শেষ হয়নি। প্রথম লেগে আমরা ভালো খেলতে পারিনি। তাই হোম ম্যাচে আমাদের সতর্ক থাকতে হবে। কাজটা সহজ হবে না। তবে আমরা এক গোল এগিয়ে আছি, সেটা অবশ্যই অ্যাডভান্টেজ।

প্রথমার্ধে লাওসের হাই প্রেসিং ফুটবল অবাক করেছে ফুটবলারদের। তাতে ভুল করেছে জামাল-জনিরা। কিন্তু কোচের চিন্তা ফুটবলারদের নার্ভাসনেস। অধিনায়ক বলছেন টিম কম্বিনেশন নিয়ে।

অধিনায়ক জামাল ভূইয়া বলেন, আত্নবিশ্বাসী এক দল নেমেছিল মাঠে। তারপরও ম্যাচে ভুল করেছে ছেলেরা। যেটা ফুটবলেরই অংশ। কিন্তু আমার মনে হয়েছে ফুটবলাররা নার্ভাস ছিল। তবে শেষ পর্যন্ত জয় পেয়েছি আমি সন্তুষ্ট।

মঙ্গলবারের দ্বিতীয় লেগের আগে বঙ্গবন্ধু স্টেডিয়ামের সবুজ গালিচায় আরও দুই সেশন অনুশীলন করার সুযোগ থাকছে লাল সবুজের প্রতিনিধিদের। আর লাওসের ছয় ফুটবলার এসেছে শনিবার। বাকীরা আসবে রোববার।

 

সংশ্লিষ্ট সংবাদ

সর্বশেষ সংবাদ

স্পোর্টস 24 খবর