channel 24

সর্বশেষ

  • ডেঙ্গু জ্বরে সাতক্ষীরায় গৃহবধূর মৃত্যু

  • সাফ অনূর্ধ্ব ১৫ ফুটবল: ভূটানকে ৫-২ গোলে বিধ্বস্ত করলো বাংলাদেশ

  • রোহিঙ্গাদের আরাম কমানো হবে, যাতে ফিরতে রাজি হয়: পররাষ্ট্রমন্ত্রী

ইংল্যান্ড গেলো ভারতীয় দল, ৯২ এর আদলে ইংল্যান্ডের জার্সি

ইংল্যান্ড গেলো ভারতীয় দল, ৯২ এর আদলে ইংল্যান্ডের জার্সি

বিশ্বকাপ খেলতে ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছেড়েছে ভারতীয় দল। উপভোগের মন্ত্রে বিশ্বাসী হয়ে বিশ্ব আসর খেলতে চান কোহলি, ধোনি, রোহিত শর্মারা। এদিকে ৯২ বিশ্বকাপের আদলে জার্সি উন্মোচন করেছে ইংল্যান্ড। যাকে এবারের আসরের অন্যতম সেরা বলছেন ক্রিকেট বোদ্ধারা।

দুই মাসের বিশ্বকাপ অভিযানে দেশ ছাড়ছেন ক্রিকেটাররা। প্রত্যাশার চাপে নুয়ে না পড়ে উপভোগের মন্ত্রে বিশ্বাসী ভারতীয় দল।

বিরাট কোহলি তারই প্রতিনিধি। হোটেল ছাড়ার আগে গানের তালে নেচে-গেয়ে উদযাপন করলেন নিজের তৃতীয় বিশ্বকাপ অভিযানের শুরুটা।

অন্যদিকে অভিজ্ঞতম মহেন্দ্র সিং ধোনি পাবজির নেশায় মেতেছিলেন।

মুম্বাই থেকে একসাথে লন্ডনের ফ্লাইটে ওঠেন ক্রিকেটাররা। টুইট করতে ভোলেন নি প্রায় সবাই। কুলদ্বীপ যাদব আর কেদার যাদবকে সঙ্গী করে ছবি পোস্ট দিয়েছেন সহ অধিনায়ক রোহিত শর্মা। ইনজুরিতে বিশ্বকাপ শঙ্কায় থাকলেও শেষ পর্যন্ত ফিট হয়ে উঠেছেন কেদার।

সবার শেষে বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত। ৫ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচ। তার আগে নিউজিল্যান্ড ও বাংলাদেশের বিপক্ষে দুই প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত।

এদিকে সবাইকে চমকে দিয়েছে ইংল্যান্ড তাদের বিশ্বকাপ জার্সিতে। ৯২ আসরের আদলে জার্সি বানিয়েছে স্বাগতিকরা। যেখানে নীলের ছড়াছড়ি।

নতুন জার্সিকে স্বাগত জানিয়েছেন ইংলিশ অধিনায়ক। তার প্রেরণায় উজ্জীবিত হয়ে খেলতে চান দারুণ ক্রিকেট।

অধিনায়ক মরগ্যান বলেন, 'নতুন জার্সি পড়তে খুব ভাল লাগছে। দেখতেও দারুণ। ৯২ বিশ্বকাপের ছোঁয়া থাকায় আনন্দটা বেড়ে গেছে। ওয়ানডে ফরম্যাটে সময়টা ভাল কাটছে। ঘরের মাঠ বাড়তি প্রেরণা আমাদের। তর সইছে না বিশ্বকাপ অভিযান শুরু করতে।'

এদিকে ৪০তম জন্মদিনের এক মাস বাকি থাকতে নিজের পঞ্চম বিশ্বকাপ শুরু করতে চলেছেন ক্রিস গেইল। তারুণ্যের শক্তিকে মাথায় রেখেই বিশ্বকাপে জ্বলে উঠতে চান ক্যারিবিয়ান দানব।

নিউজের ভিডিও-

সংশ্লিষ্ট সংবাদ

সর্বশেষ সংবাদ

স্পোর্টস 24 খবর