ফাইনালের আগের দিন, একাডেমি মাঠে কুমিল্লা অনুশীলনে ঘাম ঝরালেও বিশ্রামে ছিলো ঢাকা।
আরও: বেসরাকারি বিমানখাত: ১০টির মধ্যে টিকে আছে ৩টি প্রতিষ্ঠান
ব্যাংকের হাজার কোটি টাকা লুট হলেও দুদক ব্যস্ত শিক্ষক হাজিরা নিয়ে: হাইকোর্ট
প্রযুক্তির ব্যবহারে মাত্র ১০ মিনিটেই শনাক্ত অজ্ঞাত মরদেহ
এবার দু দলের মুখোমুখি দেখায় দুবারই জয় ইমরুল কায়েসের দলের।
ঢাকার আস্থা তিন ক্যারিবিয়ান সুনীল নারাইন, আন্দ্রে রাসেল আর কাইরন পোলার্ডের ওপর। দেশীয়দের মধ্যে সাকিব আল হাসান, রনি তালুকদাররা রয়েছেন ফর্মে।
ওদিকে কুমিল্লার কান্ডারি আরেক উইন্ডিজ ওপেনার এভিন লুইস। যার ব্যাটে ভর করে প্রথম কোয়ালিফায়ারে রংপুরকে হারিয়েছে ২০১৫ চ্যাম্পিয়নরা।
অবশ্য তামিম, এনামুলদের রানক্ষরা ভাবাচ্ছে টিম ম্যানেজমেন্টকে।