channel 24

সর্বশেষ

  • নতুন মেয়াদে সভাপতি হওয়ার পর বঙ্গবন্ধুর সমাধিতে শেখ হাসিনার শ্রদ্ধা

  • বিজয় রুখতে বিএনপি প্রার্থীদের ওপর হামলা চালাচ্ছে আ.লীগ: ফখরুল

  • হবিগঞ্জে গাছের সাথে বাসের ধাক্কায় ৩ জনের প্রাণহানি

  • সৌদিতে নবেল করোনা ভাইরাসে আক্রান্ত রোগী চিহ্নিত

  • আইসিজের আদেশ: মেনে নেওয়ার আহবান গাম্বিয়ার; মায়নমারের প্রত্যাখ্যান

  • পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের শুভ সূচনা

প্রিমিয়ার লিগ ফুটবলে সবচেয়ে বড় জয় পেল আবাহনী

প্রিমিয়ার লিগ ফুটবলে সবচেয়ে বড় জয় পেল আবাহনী

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে সবচেয়ে বড় ব্যবধানে জয় পেয়েছে আবাহনী।

বর্তমান চ্যাম্পিয়নরা ৫-১ গোলে বিধ্বস্ত করেছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে। শীর্ষ লিগে নিজের প্রথম হ্যাটট্রিকের দেখা পেয়েছেন নাবীব নেওয়াজ জীবন।

এদিকে নোয়াখালীতে শেখ জামাল প্রথম জয় পেতে ২-০ গোলে হারিয়েছে বিজেএমসিকে।  শেষ বাঁশি বাজার অপেক্ষা, শুরুর মত শেষটাও দেশী ফরোয়ার্ড নাবিব নেওয়াজ জীবনের।

ইনজুরি সময়ে পূর্ণ করলেন হ্যাটট্রিক। প্রিমিয়ার লিগে নিজের প্রথম কীর্তিতেও নেই উদযাপন। কিন্তু কেন? প্রথমার্ধে এক মিনিটের ব্যবধানে দুই গোল করে আবাহনীর জন্য ম্যাচটা সহজ করে দেন নাবীব নেওয়াজ জীবন। অফ ফর্ম থেকে ফেরার মঞ্চ হিসেবে বেছে নিলেন এই ম্যাচকে।

বিরতির আগে সিও জুনাপিওর গোলে সম্ভাবনা দেখাচ্ছিল রহমতগঞ্জ। তবে এর বাইরে বলার মত আক্রমন নেই পুরান ঢাকার ক্লাবটির।
দ্বিতীয়ার্ধের শুরুতে সানডে শো। নাইজরিয়ান ফরোয়ার্ড স্কোরবোর্ডে নাম তুললেন ৫০ মিনিটে।

১৭ মিনিট পর তিনিই দলের চতুর্থ আর নিজের দ্বিতীয় গোল করেন। চার ম্যাচে তৃতীয় জয় বর্তমান চ্যাম্পিয়নদের। এদিকে নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে মাত্র ১৩ মিনিটে আর্জেন্টাইন ফরোয়ার্ড লুসিয়ানোর গোলে এগিয়ে যায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

৩৩ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন ডেভিড। অধিনায়ক সলোমান কিং-এর কর্ণার থেকে কিরগিজ ফরোয়ার্ডের প্রথম গোল এটি। দ্বিতীয়ার্ধে বিজেএমসি দেখালো হোম ভেন্যুর ঝলক।

যদিও গোল করতে পারেনি। মামুনের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। উজবেক ফরোয়ার্ড ওটাবেকের ফ্রি কিক কর্ণারের বিনিময়ে ফিরিয়ে দলকে রক্ষা করেন নাঈম। আব্দুল্লাহ পারভেজ আর ইলিয়াসুর শট ঠেকিয়ে নায়ক জামাল গোলরক্ষক। চার ম্যাচে প্রথম জয় জামালের।

সংশ্লিষ্ট সংবাদ

সর্বশেষ সংবাদ

স্পোর্টস 24 খবর