বাংলাদেশের ক্রিকেটের সুবর্ণ সময়ের নায়ক। ক্যারিয়ারের সায়াহ্ণে দাঁড়িয়ে, তারপরও অফুরন্ত প্রাণশক্তি। তার নেতৃত্বে সবশেষ অর্জন উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়।
তবে আপাতত ক্রিকেট মাঠ ছেড়ে মাশরাফী বিন মোর্ত্তজার মনোসংযোগের পুরোটা রাজনীতির মাঠে। সপ্তাহ দুই পরই জাতীয় নির্বাচন, নড়াইল ২ আসনে আওয়ামী লিগের প্রার্থী মাশরাফী। সিরিজ শেষে এখনো যোগ দেননি আনুষ্ঠানিক প্রচারণায়, তবে থেমে নেই নড়াইলবাসী।
এদিকে খুলনা ৪ আসনে চলছে সাবেক ফুটবলার ও বাফুফে সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদীর নির্বাচনী প্রচারণা। প্রচারপত্র বিতরণ, গণসংযোগ, বৈঠক..সবখানে সরব উপস্থিতি সালাম মুর্শেদীর। রাজনীতির মাঠে নামা সাবেক ফুটবলার জানান, তার লক্ষ্য নির্বাচিত হলে এলাকার অবকাঠামোগত উন্নয়ন আর বেকারত্ব হ্রাস।
ক্রিকেটীয় ব্যস্ততার মাঝে নিজ নির্বাচনী এলাকা কিশোরগঞ্জ ৬-এ প্রচারণা চালাচ্ছেন ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান। ভৈরব -কুলিয়ারচরের ভোটের মাঠে নাজমুল হাসানের সাঙ্গী স্থানীয় নেতৃবৃন্দ। বিসিবি বস এরই মধ্যে অংশ নিয়েছেন ইউনিয়ন পর্যায়ের প্রথম আনুষ্ঠানিক সভায়। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট চান নাজমুল হাসান।
এছাড়া যশোরে নির্বাচনী প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন বাফুফে সহ সভাপতি ও বর্তমান সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ।