আগের দিনের সংগ্রহের সঙ্গে ৪২ যোগ করার পর, ভাঙে সাকিব মাহমুদুল্লাহ জুটি। ষষ্ঠ উইকেট পার্টনারশিপ ১১১ রান পর্যন্ত টেনে নেন অধিনায়ক। ৮০ রান করা সাকিবকে ফেরান কেমার রোচ। এরপর লিটন দাসের সঙ্গেও ৯২ রানের বড় জুটি গড়েন মাহমুদুল্লাহ। তুলে নেন ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। তূলনামূলক আগ্রাসী মেজাজে ব্যাট করে লিটন দাস করেন ৫৪ রান। ফেরেন পার্টটাইমার ক্রেগ ব্রাথওয়েটের শিকার হয়ে। বেশিক্ষণ টিকতে পারেননি মেহেদি হাসান মিরাজও।এখন মাহমুদুল্লাহকে সঙ্গ দিচ্ছেন তাইজুল।