৫ উইকেটে ৩০৩ রান নিয়ে দিন শুরু করে বাংলাদেশ। মাহমুদুল্লাহ-আরিফুল অল্প সময়ের মধ্যে আউট হলেও মেহেদী হাসান মিরাজের সঙ্গে জুটি বেধে বাংলাদেশকে পাঁচশতাধিক রানের স্কোরে নিয়ে যান মুশফিকুর রহিম। অবিচ্ছিন্ন থাকেন ১৪৪ রানের জুটিতে। যা অষ্টম উইকেটে বাংলাদেশের রেকর্ড। প্রথম বাংলাদেশি হিসেবে দ্বিতীয় ডাবল সেঞ্চুরি তুলে নেন মুশফিকুর রহিম। দেশীয়দের মধ্যে সবচেয়ে বেশি সময় ৪৮৯ মিনিট ক্রিজে থাকা আর সবচেয়ে বেশি ৪২১ বল খেলার কৃতিত্বও এখন সাবেক অধিনায়কের। টেস্টে এখন সবচেয়ে বেশি ৪১৯ রানও মুশফিকের দখলে। ৬৮ রানে অপরাজিত ছিলেন মেহেদী হাসান।