৫ উইকেটে ৩০৩ রান নিয়ে দিন শুরু করে বাংলাদেশ। প্রথম সেশনে ধৈর্যের পরীক্ষা দিয়ে কোনো উইকেট না হারিয়ে ৬২ রান যোগ করেন মুশফিক-মাহমুদুল্লাহ।
তবে দ্বিতীয় সেশনে দ্রুত বিদায় নেন মাহমুদুল্লাহ ও আরিফুল হক। ৩৬ রানে মাহমুদুল্লাহর বিদায়ে ভাঙে ষষ্ঠ উইকেটে ৭৩ রানের জুটি। কাইল জার্ভিস তুলে নিয়েছেন পাঁচ উইকেট। অন্যপ্রান্তে অপরাজিত মুশফিকুর রহিম নিজের দ্বিতীয় আর বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে চতুর্থ ডাবল সেঞ্চুরি পূর্ণ করেছেন।
সময়ের বিচারে সবচেয়ে দীর্ঘ প্রায় নয় ঘণ্টা ক্রিজে টিকে আছেন মুশফিক।