চাইনিজ তাইপের ইয়ান ইয়ান চেনকে সঙ্গী করে রাউন্ড অব সিক্সটিনে ১০-৭ পয়েন্টে হারিয়েছেন উজবেকিস্তানের জয়নাব ও রাশিয়ার গ্রেগরিকে। শেষ আটে অর্নবের দলের প্রতিপক্ষ মেক্সিকো ও অস্ট্রিয়ার শ্যুটার। এদিকে হকিতে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ। ৫-২ গোলে হারিয়েছে কানাডাকে। প্রথমার্ধের খেলা ১-১ গোলে ড্র ছিলো। শুরুতে পিছিয়ে পড়লেও টানা পাঁচ গোল দেয় বাংলাদেশ। আজ শেষ গ্রুপ ম্যাচে কেনিয়ার মোকাবেলা করবে বাংলাদেশ।