channel 24

সর্বশেষ

  • শুদ্ধি অভিযানে টার্গেটকৃতদের আইনের আওতায় আনা হবে: কাদের

  • সড়ক দুর্ঘটনা: ঝিনাইদহে ২, হবিগঞ্জে ২ ও মৌলভীবাজারে নারী নিহত

  • চট্টগ্রামের নিমতলীতে একটি বাসা থেকে বাবা-মেয়ের মরদেহ উদ্ধার

  • আর্থিক সংকট: শনি ও রোববার বন্ধ থাকবে জাতিসংঘ সদর দপ্তর

প্রথমবারের মত এশিয়ান গেমসে অংশ নিচ্ছে রোয়িং দল

প্রথমবারের মত এশিয়ান গেমসে অংশ নিচ্ছে রোয়িং দল

প্রথমবারের মত এশিয়ান গেমসে অংশ নিচ্ছে রোয়িং দল। তবে কোন লক্ষ্য নয় যথারীতি অংশ নেয়ায় তুষ্ট ফেডারেশন। কেননা দেশে কোন সুযোগ সুবিধা ছাড়াই পালেমবাং-এর উদ্দেশে ঢাকা যাচ্ছেন একমাত্র রোয়ার আমিনুল ইসলাম।

আন্তর্জাতিক রোইংয়ে সফলতম দল যুক্তরাষ্ট্র। জার্মানি, যুক্তরাজ্যের মত পশ্চিমা বিশ্বের দলগুলো নিয়মিত পদক পায় অলিম্পিকে। সে তুলনায় এশিয়ার দেশগুলো অনেক পিছিয়ে। শীর্ষ ২০ দলে নেই বৃহত্তম মহাদেশের কোন দল। তবে এশিয়ান গেমসে একক আধিপত্য চীনের। ৮৮ স্বর্ন জিতে যেখানে অনন্য উচ্চতায় চীনারা সেখানে মাত্র ৮ স্বর্ণ জিতে দ্বিতীয় স্থানে জাপান। ১৯৭৯ সালে চীনা রোইং ফেডারেশন প্রতিষ্ঠার পর এশিয়ান শ্রেষ্ঠত্ব দেশটির দখলে।

বাংলাদেশ রোয়িং ফেডারেশনের জন্ম তারও ৫ বছর আগে। স্বাধীনতার পর যে ১২ ফেডারেশনের আত্মপ্রকাশ হয়েছিলো তার একটি রোয়িং। এরপর শুধু বছর গড়িয়েছে, কিন্তু কোনো সাফল্য জেতা হয়নি। ৪৪ বছরের মধ্যে প্রথম কোন আন্তর্জাতিক গেমসে অংশ নিচ্ছে রোয়িং দল। অনুশীলনের জন্য নেই বোট, লেক, কোচ। 

তাইতো কলকাতা রোয়িং ক্লাবের সহযোগিতায় দেড় মাসের অনুশীলন করেছেন একমাত্র রোয়ার আমিনুল ইসলাম। যিনি কিনা আবার রোয়িং ফেডারেশনের সদস্যও। সিঙ্গেল স্কালস ইভেন্টে অংশ নেবেন আমিনুল। অধিকাংশ ডিসিপ্লিনের মত শুধুই অংশগ্রহনে সীমাবদ্ধ রোয়িং। দীর্ঘদিনের আক্ষেপ ঘুচিয়ে বিদেশের আসরে অংশ নিতে পারাতেই তৃপ্ত ফেডারেশন। রোয়িং ফেডারেশনের সারা বছরের কার্যক্রম সীমাবদ্ধ শুধুমাত্র নৌকাবাইচে।

সংশ্লিষ্ট সংবাদ

সর্বশেষ সংবাদ

স্পোর্টস 24 খবর