কঠিন ম্যাচের ইঙ্গিত শুরু থেকেই। মাষ্টার মাইন্ড পেপ গার্দিওলার শিষ্যরা শুরুতেই লিড নেয় এমিরেটসে। ১৪ মিনিটে ইংলিশ ফরোয়ার্ড রহিম স্ট্রার্লিং এর নিখুত ফিনিশিং। এগিয়ে থেকে গানারদের পরীক্ষা নিল সিটিজেন ফরোয়ার্ডরা। আর্সেনালের ধূসর পারফরম্যান্সের বিপরীতে রঙ্গিন একজন গোলরুক্ষক পিটার চেক। বড় হারের লজ্জা থেকে বাঁচিয়েছন, ফিরিয়েছেন সার্জিও আগুয়েরো, লাপোর্তদের।
পুরো ম্যাচে দূর্গ হয়ে ছিলেন কিন্তু শেষ রক্ষা করতে পারেননি ৩৬ বছর বয়সী এই গোলরক্ষক। ৬৪ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন পর্তুগীজ মিডফিল্ডার বানার্দো সিলভা। ম্যাচের বাকী ২৬ মিনিট হয়ে রইলো আনুষ্ঠানিকতা। গার্দিওয়ালার উড়ন্ত সূচনায় যেখানে শেষ হাসি হাসতে পারেননি এমরি। এদিকে মোহাম্মদ সালাহ ও সাদিও মানের দাপুটে পারফরম্যান্সে বড় জয়ে লিগ শুরু করলো য়্যুর্গেন ক্লোপের লিভারপুল। ওয়েস্ট হ্যামের বিপক্ষে শেষ চার দেখায় চারটি করে গোলের রেকর্ড অল রেডদের।
শুরুটা করেন সালাহ ১৯ মিনিটে। এগিয়ে যায় লিওভারপুল। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ব্যবধান দ্বিগুন করেন সেনেগাল ফরোয়ার্ড সাদিও মানে। বিরতি থেকে ফিরেই মানে করেন নিজের দ্বিতীয় গোল। তাতে ব্যবধান হয় ৩-০। আর ম্যাচ শেষের ২ মিনিট আগে দলের হয়ে চতুর্থ গোল করেন ড্যানিয়েল স্টারিজ। ফরোয়ার্ডদের দুর্দান্ত পারফরম্যান্সে তেমন পরীক্ষা দিতে হয়নি নতুন রিক্রুট ব্রাজিলিয়ান গোলরক্ষক আলিসনকে।