ভারতের বিপক্ষে দ্বিতীয় লেগে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচে হেরেছিলো টাইগাররা। এদিকে টানা দ্বিতীয় দিনও অনুশীলন করতে পারেনি বাংলাদেশ দল। কলম্বোর বৃষ্টি বাধা হয়ে দাড়িয়েছে প্রস্তুতিতে। তাই তিনদিনের বিরতি পেলেও কোনো অনুশীলন করতে পারেনি বাংলাদেশ দল। কিছুটা চিন্তায় অধিনায়ক। তবে এই ফরম্যাটে নিজেদের আলাদাভাবে চেনাতে চান মাহমুদুল্লাহ। শ্রীলঙ্কার বিপক্ষে যেভাবে জয় এসেছিলো সেই ধারাবাহিকতা ধরে রাখতে প্রত্যয়ী তিনি।