channel 24

ব্রেকিং নিউজ

  • রাঙ্গামাটির বাঘাইছড়িতে দুর্বৃত্তের গুলিতে নিহত ৫; আহত ৮...

  • নিহতরা ভোটের সরঞ্জাম নিয়ে ফিরছিলেন: ওসি...

  • নিহতরা হলেন শিক্ষক আমির হোসেন, আনসার সদস্য আলামিন...

  • মিহির কান্তি দত্ত, জাহানার বেগম ও বিলকিস

পরিপাকতন্ত্র ও লিভারের জটিলতায় ভোগেন বিশ্বের অধিকাংশ মানুষ 

পরিপাকতন্ত্র ও লিভারের জটিলতায় ভোগেন বিশ্বের অধিকাংশ মানুষ 

বিশ্বে সবচেয়ে বেশি মানুষ পরিপাকতন্ত্র ও লিভারের জটিলতা এবং প্যানক্রিয়াস রোগে ভোগেন।

শুরুতে গ্যাস্ট্রিকের সমস্যা বলে একে উপেক্ষা কোরে পেপটিক আলসার, হেপাটাইটিস, এমনকি ক্যান্সারের মতো রোগে আক্রান্ত হন অনেকে। বিশেষজ্ঞরা চিকিৎসকরা বলছেন, এ সমস্যা থেকে মুক্ত থাকতে খাদ্যাভ্যাস বদলের কোনো বিকল্প নেই। দূরে থাকতে হবে ফাস্টফুড জাতীয় খাবার থেকে। সময়ের বিবর্তনের সাথে সবকিছু যেমন বদলায় তেমনি বদলায় মানুষের জীবনাচরণ আর খাদ্যাভাসও। জীবন-জীবিকার ছুটোছুটিতে স্বাস্থ্যের দিকে নজর দেয়ার সময় কমে গেছে আধুনিক মানুষের। নানা দূরারোগ্য জটিল রোগের পাশাপাশি পরিপাকতন্ত্র, লিভার সংক্রান্ত রোগীর ভিড় প্রতিদিনিই বাড়ছে হাসপাতালগুলোতে। সারা পৃথিবীতে সবচাইতে ব্শেী সংখ্যক মানুষ পরিপাকতন্ত্রের রোগে ভোগেন।

দীর্ঘ সময় ধরে পরিপাকতন্ত্রের এই অসুখগুলোকে অবহেলায় পেপটিক আলসার, হেপাটাইটিসসহ অন্য কঠিন অসুখ বাসা বাধে রোগীর শরীরে। বাংলাদেশেও জনগণের প্রায় এক চতুর্থাংশ মানুষ কোন না কোন দীর্ঘস্থায়ী পেটের পীড়ায় ভোগেন।রাজধানীর একটি হোটেলে গ্যষ্ট্রোএন্টারোলজী সোসাইটির আয়োজনে বৈজ্ঞানিক সেমিনারে দেশী বিদেশী বিশেষজ্ঞ চিকিৎসকরা পরিপাকতন্ত্রের নানা রোগের নতুন নতুন ধরণ ও তা থেকে মুক্তি পাবার উপায় নিয়ে আলোচনা করেন।বিশেষজ্ঞরা বলেন, জীবনাচরণ বদলানোর পাশাপাশি ফাস্ট ফুডের বদলে দেশের স্বাস্থ্যসম্মত ঐতিহ্যবাহী খাবার খেলে এইজনিত রোগ থেকে দূরে থাকা সম্ভব। দুই দিনের সেমিনারে পরিপাকতন্ত্রের রোগ মোকাবেলায় বিশেষজ্ঞরা রাজধানী তো বটেই তৃণমূল পর্যায়েও বিশেষায়িত হাসপাতাল নির্মাণ ও পর্যাপ্ত চিকিৎসক নিয়োগ দেয়ার ওপর জোর দেন।

 

 

সর্বশেষ সংবাদ

চ্যানেল 24 বিশেষ খবর