channel 24

সর্বশেষ

  • জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে যোগ দিতে...

  • নিউইয়র্ক যাওয়ার পথে যাত্রাবিরতিতে লন্ডনে প্রধানমন্ত্রী

  • কক্সবাজারের উদ্দেশে সড়ক পথে আ.লীগের সাংগঠনিক সফর শুরু...

  • নির্বাচনে জনপ্রিয় ব্যক্তিদের মনোনয়ন দেয়া হবে: কুমিল্লায় সেতুমন্ত্রী

  • রেলপথের মতো সড়কপথের প্রচারণাতেও ব্যর্থ হবে আ.লীগ: রিজভী

  • ২০১৮'র শেষ অথবা ২০১৯'র শুরুতে জাতীয় নির্বাচন: সিইসি...

  • আইনগত ভিত্তি পেলেই ইভিএম ব্যবহার করা হবে

  • নরসিংদীতে ব্রহ্মপুত্র নদে নৌকাডুবি; ভাইবোনসহ ৩ জনের মৃত্যু

শিশু হারানোর বেদনায় অঝোরে কাঁদছেন মা জোহরা

শিশু হারানোর বেদনায় অঝোরে কাঁদছেন মা জোহরা

হাসপাতাল কিংবা রাস্তাঘাটে শিশু চুরির কথা শোনা যায় হরহামেশায়।

কিন্তু এবার নিজ ঘর থেকেই চুরি গেল এক মায়ের সন্তান। আর এ ঘটনা ঘটেছে খোদ রাজধানীতে গোলাপবাগ এলাকায়। ভোর থেকেই খুঁজে পাওয়া যাচ্ছে না আলিফ নামের দুমাসের শিশুটিকে। সন্দেহের তীর পরিবারটির পূর্ব পরিচিত একজনের দিকে। পুলিশ বলছে, এরই মধ্যে তদন্ত শুরু করেছেন তারা। দিনের আলো ফুটতে না ফুটতেই যেন শোকের ছায়া পড়েছে রাজধানীর গোলাপবাগে। এলাকার ৩৩/৫ নম্বরে নিজেদের এই বাড়িতে থাকে দুই মাসের শিশু আলিফের পরিবার। কিন্তু সেটিও নিরাপদ থাকলো না শিশুটির জন্য। একমাত্র সন্তানকে খুঁজে না পেয়ে শোকের মাতম বাসাটি জুড়ে। একটু পরপরই ডুকরে ডুকরে কাঁদছেন মা জোহরা মীম। 

জোহরা জানান, তার শ্বশুর-শ্বাশুরি ঢাকার বাইরে বেড়াতে গিয়েছিলেন। বাড়িতে তার সাথে থাকার জন্য রেখে যান পূর্ব পরিচিত এক নারীকে। নাম ইয়াসমিন আক্তার মনি। এই বাড়িতে আগে ভাড়া থাকতো সে। শিশুটির মা জানান, রাতে নিজেদের মধ্যে ঝগড়ার পর স্বামী তালহা অন্য ঘরে ঘুমান। আর নিজের শোবার ঘরে মনিসহ শিশু আলিফকে নিয়ে ঘুমান তিনি। কিন্তু সকালে ঘুম ভেঙে দেখেন মনি নেই, নেই প্রিয় সন্তানও।দুই বছর আগে বিয়ে হয় তালহা ও জোহরা দম্পতির।

শ্বশুরবাড়িতে তাদের বিয়ে মেনে না নেয়ায় স্বামী-সন্তানসহ বাপের বাড়িতেই থাকতেন জোহরা। সপ্তাহ দেড়েক আগে তাদের মেনে নিয়ে বাড়িতে আনেন শ্বশুর আবুল বাশার। পুলিশ বলছে, শিশু আলিফকে উদ্ধারে সব ধরণের সম্ভাব্যতা মাথায় রেখেই তদন্ত করছেন তারা। তিনি বলেন, যত দ্রুত সম্ভব আলিফকে মায়ের কোলে ফিরিয়ে দিতে চেষ্টা রয়েছে তাদের।

 

সর্বশেষ সংবাদ

চ্যানেল 24 বিশেষ খবর