channel 24

সর্বশেষ

  • শুদ্ধি অভিযানে টার্গেটকৃতদের আইনের আওতায় আনা হবে: কাদের

  • সড়ক দুর্ঘটনা: ঝিনাইদহে ২, হবিগঞ্জে ২ ও মৌলভীবাজারে নারী নিহত

  • চট্টগ্রামের নিমতলীতে একটি বাসা থেকে বাবা-মেয়ের মরদেহ উদ্ধার

  • আর্থিক সংকট: শনি ও রোববার বন্ধ থাকবে জাতিসংঘ সদর দপ্তর

নাসায় যাদের আমন্ত্রণ যেতে পারেননি তারা, গেছেন সহায়করা

নাসায় যাদের আমন্ত্রণ যেতে পারেননি তারা, গেছেন সহায়করা

যার বিয়ে তার খবর নাই, পাড়া পড়শীর ঘুম নাই। এমন কান্ড ঘটেছে আন্তর্জাতিক মহাকাশ গবেষণা সংস্থা নাসার আমন্ত্রণে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে। অথচ যাদের জন্য এই আমন্ত্রণ, ভিসা জটিলতায় তারাই যেতে পারেননি। আর তাদের সহযোগিতার জন্য যাদের যাবার কথা তাদের কয়েকজন এরইমধ্যে পাড়ি জমিয়েছেন মার্কিন মুল্লুকে।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চার শিক্ষার্থীর দল সাস্ট অলীকের সাথে রোববার বিকেলে কথা হয় চ্যানেল টুয়েন্টিফোরের। অথচ সে সময় তাদের থাকার কথা ছিল নাসার আমন্ত্রনে মার্কিন যুক্তরাষ্ট্রে।

কারন বিশ্বের আড়াই হাজারের বেশি প্রতিযোগীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৮ বিজয়ী তারা।

গত বছর (২০১৮ সাল) দেশে অনুষ্ঠিত প্রাথমিক পর্যায়ের প্রতিযোগিতায়ও বিজয়ী হয় সাস্ট অলীক। এরপর আসে চার সদস্য ও তাদের মেন্টরের নামে আমন্ত্রণপত্র।

স্থানীয় আয়োজক তথ্যপ্রযুক্তি খাতের ব্যবসায়ীদের সংগঠন বেসিসের পক্ষ থেকে অর্থায়নসহ সার্বিক সহযোগিতার উদ্যোগে তৈরি হয় সরকারী আদেশপত্র। সেখানে সবমিলে বাংলাদেশ থেকে নাসার আয়োজনে যোগ দেয়া দলের সদস্য সংখ্যা দাড়ায় ১৬ জনে। প্রত্যেকের জন্য বরাদ্দ হয় প্রায় তিন লাখ টাকা। যেখানে টিম অলীকের ৫ জনের বাইরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ সংশ্লিষ্ট ৬ জন এবং বেসিসের ৫ জন। ৬ সরকারি কর্মকর্তার ভিসা হলেও যাদের জন্য আয়োজন সেই টিম অলীকের চার সদস্যই পাননি যুক্তরাষ্ট্রের ভিসা।

আপতদৃষ্টিতে ভিসা জটিলতা মনে হলেও সমস্যা কিছুটা ভিন্ন। নাসার নিমন্ত্রণ এবং সরকারী আদেশপত্র বিশ্লেষণ করে দেখা গেছে, সাস্ট অলীক সদস্যদের চিঠিতে ফ্যালকন নাইন উৎক্ষেপনের পাশাপাশি তাদের জন্য  নাসার সম্মানসূচক এক ঘরোয়া আয়োজনে যোগ দেয়ার আমন্ত্রণ করা হয়েছে। অথচ সরকারী আদেশে বলা হয়েছে, আমন্ত্রিত ১৬জন শুধুমাত্র মহাকাশযান উৎক্ষেপন আয়োজনে যোগ দিবেন। যদিও এ বিষয়ে মন্তব্য করতে রাজি নন সরকারী আদেশে সই করা আইসিটি বিভাগের কর্মকর্তা।

এদিকে সান্তনার বানী নিয়ে দেশে বসে কাজ চালিয়ে যাচ্ছে সাস্ট অলীক।

নাসার বিভিন্ন তথ্য উপাত্ত ব্যবহার করে লুনার ভিআর অ্যাপটি বানায় সাস্ট অলীক।

নিউজটি দেখুন ভিডিওতে-

সংশ্লিষ্ট সংবাদ

সর্বশেষ সংবাদ

চ্যানেল 24 বিশেষ খবর