channel 24

সর্বশেষ

  • যুবলীগ নেতা খালেদ ভূঁইয়া দল থেকে বহিষ্কার

  • যুবলীগ নেতা জি কে শামীম ৭ দেহরক্ষীসহ আটক, ২শ' কোটি টাকার এফডিআর, নগদ টাকা, অস্ত্র উদ্ধার

  • অপকর্মে জড়িত নেতারা নজরদারিতে: কাদের

  • দুর্নীতিতে দেশ ছেয়ে গেছে, আর এতে মদদ দিচ্ছে সরকার: ফখরুল

  • ঢাবি শিক্ষার্থীরা পরবর্তীতে কোন প্রক্রিয়ায় ভর্তি হবেন, সে সিদ্ধান্ত অনুষদের: উপাচার্য

  • ঠাকুরগাঁও সীমান্তে বাংলাদেশির মরদেহ উদ্ধার

  • রাজশাহীর বড়াল নদী থেকে ৪ জনের গলিত মরদেহ উদ্ধার

  • ত্রিদেশীয় সিরিজে আজ মুখোমুখি আফগানিস্তান-জিম্বাবুয়ে

  • যুবলীগ নেতা খালেদের মামলা তদন্ত করবে ডিবি উত্তর

প্রতিবন্ধিতার কাছে থেমে থাকেননি চাঁদের কণা, চাকরি দেয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর

প্রতিবন্ধিতার কাছে থেমে থাকেননি চাঁদের কণা, চাকরি দেয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাবা আদর করে নাম রেখেছিলেন চাঁদের কণা। কিন্তু জন্মের ৯ মাস পরেই পোলিও রোগ কেড়ে নেয় তার চলনশক্তি। এরপরও থেমে থাকেননি, যোগ্যতা অনুযায়ী আত্মনির্ভরশীল হয়ে বেঁচে থাকতে ঘুরেছেন চাকরির পেছনে। কাঙ্খিত চাকরি না মেলায় অনশন করেন জাতীয় প্রেসক্লাবের সামনে। টানা চারদিনের অনশনের পর প্রধানমন্ত্রীর কাছ থেকে সরকারি চাকরির আশ্বাস মিললো চাঁদের কণার।

চাঁদের কনা, মেয়েটির নাম। নয় মাস বয়সে পোলিওর গ্রাস কেড়ে নেয় চাঁদের হাসিটা।

কিন্তু প্রতিবন্ধিতার কাছে থেমে থাকেননি সিরাজগঞ্জের এই মেয়ে। ইডেন মহিলা কলেজ থেকে মাস্টার্সে প্রথম স্থান অর্জন করেছেন। গান, উপস্থাপনা, সংবাদ পাঠসহ নানা সৃজনশীল কাজেও সমান পারদর্শী।

এতো সীমাবদ্ধতার মাঝেও যে স্বপ্ন নিয়ে নিজেকে যোগ্য করে তুললেন, অধরাই থেকে গেলো তা। অনেক জায়গায় ছুটেও মেলেনি একটা সরকারি চাকরি। তাইতো, শেষমেষ তাকে নামতে হয়ে অনশনে। ছোট দুই ভাইকে নিয়ে গেলো বুধবার থেকে টানা চারদিন অবস্থান করেন জাতীয় প্রেসক্লাবের সামনে।

অবশেষে সাড়া মিললো সরকারের। শিঘ্রই তাকে চাকরি দেয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

অনেক ত্যাগের পর এই সুখবরে খুশির চাঁদের কনা।

তার আশা, সবার সহযোগিতায় এগিয়ে যাবে স্বপ্নপূরণের পথে। হাল ধরবে পরিবারের।

সংশ্লিষ্ট সংবাদ

সর্বশেষ সংবাদ

চ্যানেল 24 বিশেষ খবর