প্রায় প্রতি রাতেই হযরত শাহজালাল বিমানবন্দরের হাওয়ায় ভাসে কান্নার শব্দ।
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশসহ মালয়শিয়ার মতন দেশ থেকে শুধু ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরছেন শ্রমিকেরা।
ওয়েজ আর্নানার ওয়েল ফেয়ার বোর্ড, বিমানবন্দর ও ইমিগ্রেশনের তথ্য বিশ্লেষণ করে, বেসরকারি সংস্থা, ব্র্যাকের হিসাব বলছে, ২০০৮ থেকে ২০১৮ এর ডিসেম্বর পর্যন্ত প্রায় সাড়ে পাচ লাখ শ্রমিককে পাঠিয়ে দেওয়া হয়েছে। সব থেকে বেশি ফেরত পাঠিয়েছে সৌদি আরব থেকে প্রায় ২ লাখ, সংযুক্ত আরব-আমিরাত দেড় লাখ, মালয়শিয়া ৮২ হাজারের মতন।
কেন এতো শ্রমিক ফেরত আসছে তা গুরুত্ব দিয়ে দেখার পরামর্শ বিশ্লেষকদের।
তবে ফেরত আসা শ্রমিকদের সঠিক তথ্য চান বায়রা। একই সাথে অভিবাসি সহায়ক ব্যবস্থা বাড়ানোরও পরামর্শ সংস্থাটির।
মধ্যপ্রাচ্যে অভিবাসি শ্রমিকদের মধ্যে বেশি সহায়ক ব্যবস্থা আছে ফিলিপিনের। আর বাংলাদেশের চেয়ে কার্যকর সহায়ক ব্যবস্থা আছে প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা, নেপাল এবং ভারতেরও।