১৯৭৫ সালের এই দিনে, ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতা বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এএইচএম কামরুজ্জামানকে হত্যা করা হয়। জাতির জনককে সপরিবারে হত্যার পর, তাদের বন্দি করে রাখা হয়েছিল।
১৯৭৫ সালের ৪ নভেম্বর, লালবাগ থানায় একটি হত্যা মামলা হলেও হত্যাকাণ্ডের ২৯ বছর পর ২০০৪ সালে সাবেক তিন সেনা কর্মকর্তাকে মৃত্যুদণ্ড ও ১২ জনকে দেয়া হয় যাবজ্জীবন জেল।
এর মধ্যে ৫ আসামির দণ্ড কার্যকর হলেও বেশিরভাগই বিভিন্ন দেশে পলাতক রয়েছে।