channel 24

সর্বশেষ

  • নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া...

  • ইটপাটকেল-টিয়ারশেল নিক্ষেপ; পুলিশের গাড়ি ভাঙচুর ও আগুন

নাটোরে সড়ক দুর্ঘটনায় এ বছর প্রাণ গেছে ১১০ জনের

নাটোরে সড়ক দুর্ঘটনায় এ বছর প্রাণ গেছে ১১০ জনের

নাটোরে সড়ক দুর্ঘটনায় এ বছর প্রাণ গেছে, অন্তত ১১০ জনের। এ জন্য অবৈধ যানবাহন আর বেপরোয়া গতিকে দুষছেন স্থানীয়রা। জানান, নাটোর-পাবনা ও বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের পাশে ভাল কোনো হাসপাতাল না থাকায়, দুর্ঘটনাজনিত মৃত্যুর সংখ্যা বাড়ছে। এদিকে, কদিমচিলানে ১৫ জন নিহতের ঘটনায়, বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুন নূরকে প্রত্যাহার করা হয়েছে।

নাটোরের প্রতিটি সড়কে প্রতিনিয়ত ঘটছে প্রাণহানির ঘটনা। প্রশাসনের হিসেবে এ বছর জেলায় এ পর্যন্ত ছোট বড় দুশতাধিক দুর্ঘটনায় অন্তত ১১০জনের প্রানহানি ঘটনা ঘটেছে। তবে স্থানীয়দের দাবি, এ সংখ্যা আরও বেশি।

এসব দুর্ঘটনার জন্য মহাসড়কে অবৈধ যানবাহন, লাইসেন্স বিহীন চালক ও বেপরোয়া গতিকে দুষছেন স্থানীয়রা। এছাড়া মৃতের সংখ্যা বাড়ার পেছনে মহাসড়কের পাশে ভালোমানের সরকারি হাসপাতাল না থাকাকে দায়ী করছেন অনেকে।  

প্রশাসন অবশ্য বলছে, জনসচেতনতা ছাড়া মহাসড়কে দুর্ঘটনা কমানো সম্ভব নয়।

আর সড়ক বিভাগ দুর্ঘটনা রোধে তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানান।

দুর্ঘটনায় মৃতের সংখ্যা কমাতে নাটোর ঢাকা ও নাটোর পাবনা মহাসড়কের পাশে দ্রুত সরকারি হাসপাতাল নির্মাণের দাবি সচেতন মহলের।

সংশ্লিষ্ট সংবাদ

সর্বশেষ সংবাদ

চ্যানেল 24 বিশেষ খবর