উড়াল সড়কে আটকা ঘন্টা খানেকের বেশি সময়। গরমে অস্থির শিশু সন্তানকে কোলে নিয়ে কিছুটা স্বস্তির আশায় বাবার এই পায়চারি। একসাথে একপথে এমন শতশত মানুষের অপেক্ষা মগবাজার মৌচাক ফ্লাইওভারে গাড়ির চাকা ঘুরবে বলে! শুধু এখানে নয় এই শহরের সব প্রান্তেই একই ছবি। কর্মদিবস কিংবা ছুটির দিন সকাল কিংবা গভীর রাতেও নিস্তার নেই যানজটের এই যন্ত্রণা থেকে। রয়েছে পর্যাপ্ত গণপরিবহনের সংকটও। রাস্তায় মানুষের এই বিড়ম্বনার সরাসরি প্রভাব পড়ছে ব্যক্তিজীবনে..কর্মক্ষেত্রে।
বিশ্বব্যাংকের হিসাবে ঢাকার যানজটে দৈনিক নষ্ট হচ্ছে ৩৮ লাখ কর্মঘন্টা। যার আর্থিক ক্ষতি বছরে প্রায় ৩৭ হাজার কোটি টাকা। গবেষণা দেখা গেছে, গেল ৩৫ বছরে ঢাকায় জনসংখ্যা বেড়েছে ৫গুণ। এখন এই শহরে বাস প্রায় ২কোটি মানুষের। কিন্তু এতো মানুষের পরিবহন ব্যবস্থা ঢেলে সাজাতে সেই অর্থে এখনও নেয়া হয়নি কার্যকর কোন উদ্যোগ।